Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নিজস্ব অফিসের শুভ উদ্ভোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বৃহস্পতিবার ৩০ জানুয়ারী বাদ আছর চৌদ্দগ্রাম বাজারস্থ বিসমিল্লাহ টাওয়ারের ৫ম তলায় (জেনারেল হাসপাতালের উপরে) চৌদ্দগ্রাম প্রেসক্লাবের স্থায়ী অফিস শুভ উদ্ভোধন হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মু. মাহফুজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মহিন উদ্দিন আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি মুহা. জহিরুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, সিনিয়র সাংবাদিক মোঃ আকতারুজ্জামান ও আবু বকর সুজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মু. আহসান উল্যাহ, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, কার্য নিবাহী সদস্য আনিছুর রহমান, সফিউল আলম, প্রেস ক্লাবের সদস্য জহিরুল ইসলাম সুমন, খোরশেদ আলম, ইউসুফ মজুমদার, আবদুর রব লাভলু, সাংবাদিক সানোয়ার হোসেন, আবদুর রউফ, বেলাল হোসেন শাকিল, কাজী আহসান উল্লাহ, ইউসুফ হোসাইন, নাঈম ইকবাল, মোঃ হোসাইন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম থানা জামে মসজিদের সাবেক খতিব সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত