Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভূঞা উপজেলা বিএনপি একাংশের পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

ফেনী জেলার দাগনভূঞা উপজেলা বিএনপির কমিটি ও সভা সমাবেশ কে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা পাল্টা হামলা এবং চাঁদাবাজির বিষয়ে গত কাল (২৮ জানুয়ারী) মঙ্গলবার উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনের সংবাদ সম্মেলনের পর, আজ (২৯ জানুয়ারী) বুধবার পদ বঞ্চিত ও অভিযুক্ত একাংশের সংবাদ সম্মেলন দাগনভূঞা স্থানীয় রেডিসন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ফেনী জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, বিগত ২২ ডিসেম্বর ২০২৪ দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট যে কমিটি দেয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ ও বৈষম্য শৃষ্টিকারী হটকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেন, এই কমিটিতে ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে, যার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রয়েছে। 

আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে জেলা বিএনপি উক্ত অবৈধ কমিটি স্থগিত রেখেছেন মর্মে এই কমিটি ব্যাবহার করে কোন সভা সমাবেশ না করতে নির্দেশনা দেয়ার পর ও আকবর সাহেব সমাবেশের নামে উসকানি দিয়ে হামলা পাল্টা হামলার অভিযোগ দিচ্ছেন। 

গত কাল ২৮ জানুয়ারি আকবর হোসেনের উপর হামলার বিষয়ে বর্ননা করতে গিয়ে সাইফুর রহমান রতন বলেন, এটা ছিল একটা সাজানো নাটক, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যে তিনি কেন সেখানে কম্বল বিতরন ও সমাবেশ করতে গেছেন তা আপনারা সাংবাদিক রা বুজে নেন। 

আগামী ২৯ জানুয়ারি আমরা আগে ৮ নং জায়লস্কর ইউনিয়নে সমাবেশ ডাকি সেখানেও তিনি উক্ত বিতর্কিত ও স্থগিত কমিটি ব্যাবহার করে সমাবেশ করার পায়তারা করছেন। 

তিনি বলেন এক কথায় বিতর্ক িত অবৈধ কমিটির বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত উক্ত কমিটির নাম পদবী ব্যাবহার করে কোন সভা সমাবেশ হতে দিব না মর্মে হুশিয়ার করেন।

চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, কারা চাঁদাবাজি করছে তা আপনারা সাংবাদিক রা তদন্ত করুন, অনেক জায়গায় আমার নাম বিক্রি করে আকবর সাহেবের লোকেরা চাঁদাবাজি করছে, উদাহরণ দিয়ে বলেন গত কিছু দিন আগে ইব্রাহিম পেট্রোল পাম্পের মালিকের কাছে চাঁদা না পেয়ে শাহিন নামের যে লোক তার উপর হামলা করেছে সে শাহিন কার লোক, গত কাল করিম পুরে প্রমান হয়েছে। আমি আপনাদের বলবো আমার কোন লোক যদি কোথাও চাঁদাবাজি করে বা আমার নাম বিক্রি করে চাঁদা দাবি করে তাহলে তাকে ধরে রেখে আমাকে খবর দিবেন। 

সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল হাসেম বাহাদুর বলেন, ৩১ তারিখে ৮ নং জায়লস্কর ইউনিয়নে সমাবেশ কে কেন্দ্র করে যদি কোন লাশ পড়ে তার দায় দায়িত্ব আকবর সাহেব ও প্রশাসন কে নিতে হবে।

উল্লেখ্য যে আগামী ৩১ জানুয়ারি সিলোনিয়া হাইস্কুল মাঠে উভয় গ্রুপ সমাবেশ ডাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কবির আহমেদ পেয়ার, সাংগঠনিক সম্পাদক - দাগনভূইয়া উপজেলা বিএনপি। আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক- দাগনভূইয়া পৌর বিএনপি নুরুল হক,  সাবেক সাধারণ সম্পাদক- দাগনভূইয়া উপজেলা বিএনপি। হাসানুজ্জামান সাহাদাৎ, সহ-সভাপতি, ফেনী জেলা যুবদলনাছির উদ্দিন, যুগ্ম আহবায়ক, দাগনভূইয়া উপজেলা যুবদল এমদাদ হোসেন মিলন, সহ-সাধারন সম্পাদক, ফেনী জেলা ছাত্রদল প্রমুখ। 

উক্ত সংবাদ সম্মেলনে দাগনভুঞা প্রেস ক্লাব ও রিপোটার্স ইউনিটির গণমাধ্যম কর্মি গন উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত