Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভূঞা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজির আহম্মদকে সংবর্ধনা

দাগনভূঞা সংবাদদাতা

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

দাগনভূঞা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজির আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় জায়লস্কর ইউনিয়নের ছোট আহম্মদপুরস্থ ইয়াং মুসলিম সোসাইটির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

স্থানীয় প্রবীণ সমাজসেবক আবু বক্কর ছিদ্দিকের  সভাপতিত্বে সোসাইটির অন্যতম সদস্য আবু হানিফ মুহাম্মদ মুজাহিদের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কর্মী সাইফ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মাওলানা তাক ইয়ান প্রমূখ।

এসময় বিআরডিবি'র নব নির্বাচিত চেয়ারম্যান নজির আহম্মদের হাতে  সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচছা  জানান সোসাইটির সদস্যরা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত