Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফেনীর চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রধান গ্রেফতার

মিজানুর রহমান

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রধান আসামি  করিম উল্ল্যাহ জুনা(৪৬) কে গাজীপুর মহানগরীর চৌরাস্থা থেকে মঙ্গলবার(২৮ জানুযারী) সন্ধ্যায় গ্রেফতার করেছে র‌্যাব। সে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আহমদ উল্লার ছেলে ।মামলা দায়ের এর পর হতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, গাজীপুর  মহানগরীর চৌরাস্তা এলাকায় র‌্যাব-৭ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে উক্ত আসামি কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকান্ডের একমাত্র এজাহারনামীয় পলাতক আসামী এবং নিহত ভিকটিমে মোঃ হানিফ’কে পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যা করে মর্মে স্বীকার করে।


মামলার বিবরণে জানা যায়, গত ২০ জানুয়ারি নিহত ভিকটিম তার দুই সহপার্টি ফারুক এবং রিয়াজসহ কাজের সূত্রে করিম উল্ল্যাহ প্রকাশ জুনার বাড়ীতে গেলে সেখানে পূর্ব থেকে থাকা অজ্ঞাতনাম ৭/৮ এবং করিম উল্লাহ প্রকাশ জুনা পূর্ব শত্রুতার জেরে তাদের’কে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ফারুক এবং রিয়াজ অত্মরক্ষার্থে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে একই দিন রাত আনুমানিক দুই ঘটিকায় ছাগলনাইয়া থানাধীন উত্তর ছয়ঘরিয়া এলাকার রাস্তার পাশের একটি ঝোপ থেকে হাত পা বিচ্ছিন্ন অবস্থায় নিহত ভিকটিম মোঃ হানিফ এর ক্ষতবিক্ষত লাশ ছাগলনাইয় থানা পুলিশ উদ্ধার করে। উক্ত ঘটনায় নিহত ভিকটিমের বড় ভাই মো: মুছা বাদী হয়ে ফেনী জেলার ছাগল নাইয়া থানায় ০১ জনকে এজাহারনামীয় এবং ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ-২১ জানুয়ারি ২০২৫ইং, ধারা- ৩০২/৩৪,দ্য পেনাল কোড, ১৮৬০।

বিষয়টি নিশ্চিত করে ফেনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার রবিউল হাছান সরকার কালবেলা কে জানান, গ্রেফতারকৃত আসামী  সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম কালবেলা কে জানান, আসামি কে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত