Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

আলাস্কায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

মার্কিন বিমান বাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাঙ্করেজ ডেইলি নিউজকে এয়ারম্যান ফার্স্ট ক্লাস স্পেন্সার হ্যানসন জানান, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে রানওয়েতে এ ঘটনা ঘটে।

৩৫৪তম ফাইটার উইংয়ের পাবলিক অ্যাফেয়ার্স অফিসের এক বিবৃতিতে এই দুর্ঘটনাকে 'বিমানের দুর্ঘটনা' হিসেবে বর্ণনা করা হয়েছে। যার ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও ঘাঁটির সীমারেখার মধ্যেই হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিমানটির পাইলটের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাসেট আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

৩৫৪তম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল টাউনসেন্ড বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে বিমান বাহিনী পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে।’

তিনি বলেন, 'আমাদের জনগণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এবং আমরা তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি

Share

আরো খবর


সর্বাধিক পঠিত