প্রকাশিত: / বার পড়া হয়েছে
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাঙ্করেজ ডেইলি নিউজকে এয়ারম্যান ফার্স্ট ক্লাস স্পেন্সার হ্যানসন জানান, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে রানওয়েতে এ ঘটনা ঘটে।
৩৫৪তম ফাইটার উইংয়ের পাবলিক অ্যাফেয়ার্স অফিসের এক বিবৃতিতে এই দুর্ঘটনাকে 'বিমানের দুর্ঘটনা' হিসেবে বর্ণনা করা হয়েছে। যার ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও ঘাঁটির সীমারেখার মধ্যেই হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিমানটির পাইলটের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাসেট আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
৩৫৪তম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল টাউনসেন্ড বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে বিমান বাহিনী পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে।’
তিনি বলেন, 'আমাদের জনগণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এবং আমরা তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি