Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাদাগনভূঞা ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

শাখাওয়াত হোসেন টিপু

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

দাগনভূঞা থানাধীন জায়লস্কর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে  ২৭শে জানুয়ারি  রবিবার রাত ০৩:১৫ ঘটিকার সময় লোহার ভোতা পাত, লোহার পাত, টর্চ  লাইট, নাম্বারবিহীন  মোটরসাইকেল ও ০৪ টি মোবাইল সহ সংঘবদ্ধ ডাকাত দলকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ।

 ১।নূর মোহাম্মদ প্র: বাবু(৩২),পিতা- ছাত্তার শেখ সাং- জায়লস্কর (দাগাবাড়ি), থানা- দাগনভূঞা, জেলা- ফেনী ২। ফকরুল  ইসলাম ফাহাদ(২১),  পিতা-ওমর ফারুক, সাং-সিরাজপুর,  ৩।নাহিদ হোসেন পিতা- নূর হোসেন, সাং- করালিয়া উভয় থানা- কোম্পানিগঞ্জ, নোয়াখালী।

তাদের গ্রেফতারপূর্বক  দাগনভূঞা থানার মামলা নং-১২, তাং-২৭/০১/২৫ ইং ধারা-৩৯৯/৪০২ রজ্জু করত: ধৃত  আসামীত্রয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

দাগনভূঞা থানার ওসি মোঃ লুৎফর রহমান বলেন, রাতে রাস্তায় ঘুরাঘুরির সময় সন্দেহ হওয়াতে আমাদের মোবাইল টিমের সদস্যরা গ্রেফতার করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত