প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা থানাধীন জায়লস্কর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ২৭শে জানুয়ারি রবিবার রাত ০৩:১৫ ঘটিকার সময় লোহার ভোতা পাত, লোহার পাত, টর্চ লাইট, নাম্বারবিহীন মোটরসাইকেল ও ০৪ টি মোবাইল সহ সংঘবদ্ধ ডাকাত দলকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ।
১।নূর মোহাম্মদ প্র: বাবু(৩২),পিতা- ছাত্তার শেখ সাং- জায়লস্কর (দাগাবাড়ি), থানা- দাগনভূঞা, জেলা- ফেনী ২। ফকরুল ইসলাম ফাহাদ(২১), পিতা-ওমর ফারুক, সাং-সিরাজপুর, ৩।নাহিদ হোসেন পিতা- নূর হোসেন, সাং- করালিয়া উভয় থানা- কোম্পানিগঞ্জ, নোয়াখালী।
তাদের গ্রেফতারপূর্বক দাগনভূঞা থানার মামলা নং-১২, তাং-২৭/০১/২৫ ইং ধারা-৩৯৯/৪০২ রজ্জু করত: ধৃত আসামীত্রয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দাগনভূঞা থানার ওসি মোঃ লুৎফর রহমান বলেন, রাতে রাস্তায় ঘুরাঘুরির সময় সন্দেহ হওয়াতে আমাদের মোবাইল টিমের সদস্যরা গ্রেফতার করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।