প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা (ফেনী) উপজেলা মাতুভূঞা ইউনিয়ন ২ নং ওয়ার্ড কৃষ্ণরামপুর গ্রামে অবস্থিত রাফি উজ যিকরা নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ৮ম তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের জন্য হাজি আব্দুর রব- রুচিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দস ছোটন ২০ হাজার টাকা অনুদান ২৭ শে জানুয়ারি বিকালে হস্তান্তর করেন।
এতে উপস্থিত ছিলেন তরুন সংঘের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাপর উল্ল্যাহ, দাগনভূঞা উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক ও দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম কমল, অত্র মাদরাসার মোতোয়াল্লি সাংবাদিক শাখাওয়াত হোসেন, মোহতামিম হাফেজ আনোয়ার হোসেন, সাংবাদিক সুমন পাটোয়ারী সহ সমাজের অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।