Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করা সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

জুলাই আন্দোলনে রাজধানী ঢাকার রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌বিবার (২৬জানুয়ারী) রাত সা‌ড়ে ৯টার দি‌কে দীঘিনালা থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রে আন্তর্জাতিক অপরাধ ট্র্যইবুনাল।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ।

তি‌নি জানান,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে দিঘীনালা থানায় কর্মরত চঞ্চল সরকারকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।

পু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে ঘটনার সময় উপস্থিত থাকার কথা স্বীকার কর‌লেও গুরি করার বিষয়টি স্বীকার করেননি । গ্রেফতারের পর পুলিশি পাহারায় চঞ্চলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত