প্রকাশিত: / বার পড়া হয়েছে
আওয়ামী লীগ উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিগত সরকার বলত, গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে। কিন্তু উন্নয়নের নামে রডের বদলে বাঁশ উপহার দিয়েছে তারা। যারা দেশপ্রেমিক তারা কখনো জনগণের টাকা চুরি করে না। কিন্তু তারা বাংলাদেশ থেকে ২৬ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজের বিচার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না। লুটপাটের বিচার না হলে লুটপাট বন্ধ হবে না। ঘুষখোরের বিচার না হলে ঘুষ বন্ধ হবে না। সুতরাং এসব অন্যায়ের বিচার হতে হবে। আমরা চাই ন্যায়বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সে যেন সেটা পেয়ে যায়।’
তরুণদের উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আমার প্রিয় বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ। মানবিক বাংলাদেশ গড়ার জন্যই আমাদের সংগ্রাম। এ সংগ্রামে আমরা আপনাদের পাশে চাই, সাথে চাই।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা একটি মানবিক ও কল্যাণ গড়ে প্রতিষ্ঠা করতে চাই। যে সমাজে সব ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করতে পারবে।’
বিচার বিভাগ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বিচার ব্যবস্থাকে তারা নির্বা সনে পাঠিয়েছিল। বিচারপতিরা দম্ভ করে বলত, আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। কিন্তু তারা শপথবদ্ধ নয়, তারা ছিল শপথভঙ্গকারী রাজনীতিবিদ। আল্লাহর বিধানের বাইরে কেউ ন্যায়বিচার করতে পারবে না। দেশে যত গুম, খুন হয়েছে, তত গুম ও খুনের বিচার করতে হবে। আমরা চাই না বিনাবিচারে একজন মানুষকেও হত্যা করা হোক।’
তিনি বলেন, দেশের যুবকেরা আমাদের গর্ব ও অহংকার। তাদের কাছে আমরা ঋণী। তারা জীবন দিয়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ উপহার দিয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, যেখানে অপকর্ম সেখানেই আওয়ামী লীগ। কোনো অপকর্ম হলে তার দায় তারা জামায়াতের উপর চাপিয়ে দিয়েছে। জামায়াতকে বিভিন্নভাবে দমন ও নিপীড়ন করেছে।
হিন্দুদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আপনারা নিজেদের কখনো মাইনরিটি ভাববেন না। আপনারা এ দেশের নাগরিক। সম্মান ও মর্যাদার সাথে বসবাস করার অধিকার সকল নাগরিকের রয়েছে।’
নারীদের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকার সব সময় নারীদের সম্পর্কে খারাপ ধারণা দিয়েছে। তারা বলেছে, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। অথচ জামায়াত ক্ষমতায় গেলে মর্যাদা ও নিরাপত্তার মাধ্যমে নারীরা তাদের দায়িত্ব পালন করবে।’
দীর্ঘ ২০ বছর পর উত্তরের জনপদ দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হলো। শনিবার সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। সকাল ৯টার মধ্যে বড়মাঠ কানায় কানায় ভরে যায়।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন শহীদ সুমন পাটোয়ারীর বাবা মো. ফারুক হোসেন।