Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

অনেক এমপি-মন্ত্রীর কাছ থেকে ‘প্রস্তাব’ পেয়েছেন সুবাহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত তিনি।

সদ্যই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’। গানটির প্রেসমিটে গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও কথা বলেন সুবাহ। সেখানেই তিনি জানান, গত সরকারের আমলে অনেক সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন।

সুবাহ বলেন, ‘মন্ত্রী-এমপি থেকে অনেক নায়িকারাই প্রেমের প্রস্তাব পান। আমিও পেয়েছি। নায়িকা হওয়ার আগে থেকেই পেয়েছি।

কয়জন এমপির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন জানতে চাইলে সুবাহ বলেন, ‘সংখ্যা তো আসলে, যারা চলে গেছে তাদের সংখ্যা গুনে আর লাভ কী!’ অর্থাৎ আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদেরর দিকেই নিশানা তাক করেন অভিনেত্রী। তবে সুবাহ আরো জানান, ভবিষ্যতে তার নিজেরই এমপি হওয়ার ইচ্ছা রয়েছে।

নাসিরের প্রেমিকা হিসেবেই মূলত তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ। কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি। 

সুবাহ ২০২১ সালের ১ ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে কয়েক দিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ পায়।

‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছ সুবাহ। সিনেমাটি নির্মিত হয়েছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্রর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে সাবেক ক্রিকেটার নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত