Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

কোরআনের পথেই শান্তি "রংপুরে ডা. শফিকুর রহমান"

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র কোরআনের পথেই শান্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামি দেশবাসীকে সে পথেই আহ্বান করে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর মহানগরীর শহীদ আবু সাঈদ চত্ত্বরে সমাবেশে তিনি একথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, আমরা নেতা হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। কোরআনের পথের দিকে আহ্বান করাই আমাদের উদ্দেশ্য। 

তিনি নিজেদের নেতাকর্মীদের চাঁদাবাজি, অন্যায়, মামলা বাণিজ্যসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। 

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, সমাজ পরিচ্ছন্ন হওয়ার আগ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।

সবার শেষে তিনি বলেন, আমরা আন্দোলনকারীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই- ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।’ এ সময় জামায়াত আমির দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।  

Share

আরো খবর


সর্বাধিক পঠিত