Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান "৫ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা"

সুমন পাটোয়ারী

প্রকাশিত: / বার পড়া হয়েছে


অভিযান পরিচালনা করেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স, ম আজহারুল ইসলাম

ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স, ম আজহারুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সুত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও পণ্যের উৎপাদন এবং মেয়াদের তথ্যসহ মূল্য তালিকা না থাকার অপরাধে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার এলাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪টি বেকারী/কনফেকশনারী সহ মোট ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে বনফুল কে ৫ হাজার, আমানিয়া সুইটস কে ৩ হাজার, মধুমেলা কে ৩ হাজার, স্টারলাইন সুইটস কে ৩ হাজার এবং একটি ওষুধের দোকান কে ৩ হাজার সহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স,ম আজহারুল ইসলাম জানান,  জনস্বার্থে এ অভিযানগুলো নিয়মিত চলমান থাকবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত