প্রকাশিত: / বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হত্যা, গুম ও খুনের মাধ্যমে আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ আছে তাদের প্রত্যেকের বিচার হবে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউ বাংলাদেশ (পিআইবি) এ বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সদস্যদের জন্য কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কারও মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তিনি (শেখ হাসিনা) একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন। উনি আগে তাহাজ্জুদের নামাজের পর থেকে মিথ্যা শুরু করতেন। এখনো সেই ট্রেন্ড অব্যাহত রেখেছেন৷
অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, কৃষিখাতে গত ১৫ বছর ধরে চুরির তথ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। প্রতি বছর কয়েক লাখ কোটি টাকার খাদ্যপণ্য আমদানি করা হয়। উৎপাদন না থাকার কারণে দেশে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, বাজারে সিন্ডিকেট আছে, সেটি ভাঙা হচ্ছে। এরই মধ্যে ডিমের সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে। কৃষিকে টেকসই করতে কাজ করা হচ্ছে। প্রাণ প্রকৃতিকে সুরক্ষা দিয়েই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ৭৪-এর মতো যেন দেশে দুর্ভিক্ষ না হয় সেদিকে নজর রয়েছে সরকারের। দেশের সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত অনেক দেশের তুলনায় কম বেতন পান। এজন্য তাদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।
এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া আরও বক্তব্য রাখেন বিএজেএফ সভাপতি ও পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য গোলাম ইফতেখার মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।