প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞা-সোনাগাজী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে ভুয়া দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতা-কর্মীদের একাংশ।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন সমাবেশ সঞ্চালনা করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রতন, দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুর রহমান স্বপন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল মোবারক (ভিপি দুলাল), জেলা যুবদলের সহসভাপতি হাসানুজ্জামান শাহাদাত প্রমূখ।
সমাবেশে বক্তারা জেলার এ দুটি উপজেলার কমিটি অবৈধ উল্লেখ করে বাতিলের দাবি জানান। এসময় দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নির্দেশে আলাল উদ্দিন আলাল ক্ষমতার অপব্যবহার করে কমিটি দিয়েছে। এ কমিটি ভুয়া। টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। কমিটি দেওয়ার সময় আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মূল্যায়ন করা হয়নি।
এর আগে গত ২২ ডিসেম্বর ২৪, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
আলাউদ্দিন আলাল বলেন, ‘সাংগঠনিক টিমের নির্দেশ মোতাবেক এ কমিটি স্বাক্ষর কর া হয়েছে। এটি আমার একক কোনো নির্দেশে হয়নি।