Wednesday, 22 January, 2025
Logo

চাঁদাবাজ ও খুনিদেরকে মানুষ ক্ষমতায় চায় না: চরমোনাই পীর

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশের জনগণ অতীতে ক্ষমতায় থাকা চাঁদাবাজ ও খুনিদের পূনরায় ক্ষমতায় দেখতে চায় না।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পিআর পদ্ধতির নির্বাচন পছন্দ করছেন না, জনগণ তাদের সাথে নেই। এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। তারা চাঁদাবাজ, জায়গা দখলকারী, খুনি ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। তিনি আরো বলেন, আপনারা হয়তো মনে করেন, আপনাদের পায়ের নিচে মাটি আছে, কিন্তু বাস্তবে মাটি সরে গেছে।

চরমোনাই পীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক যুবকের অংশগ্রহণে অনুষ্ঠিত যুব কনভেনশনে তার বক্তব্যে স্বাধীনতার পরের ৫৪ বছরের শাসনকালে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, এদের কাছে আর কিছুই নেই। তারা দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছে এবং দেশের মানুষ তাদের আস্থার ওপর দাঁড়িয়ে নেই।

তিনি আরো বলেন, এদেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে একযোগভাবে আন্দোলন করতে প্রস্তুত। দেশের মানুষ চাইছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এবং এর জন্য পিআর পদ্ধতির নির্বাচন হতে হবে।

পীর সাহেব চরমোনাই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা জনতার সেন্টিমেন্ট নিয়ে ক্ষমতায় এসেছেন। কিন্তু সংস্কারের গতি মন্থর কেন? যদি কাঙ্খিত সংস্কার না হয়, তবে নির্বাচন হতে দেওয়া হবে না।

ভারতের প্রতি মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ ণ আচরণ করার নিয়ম অনুসরণ করবে, কিন্তু তাদের আচরণ বন্ধুত্বপূর্ণ ছিল না। তিনি আরো বলেন, যদি আপনারা ভারতের দোসরদের খুশি করতে চান, তবে দেশের জনগণ আপনাদের ক্ষমতায় আসতে দেবে না।

চরমোনাই পীর আন্দোলনের ঘোষণা দিয়ে বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে, যাতে প্রত্যেক ভোটারের ভোটের অধিকার বাস্তবায়িত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্য আন্দোলন করবে এবং এই সিস্টেম বাস্তবায়িত না হলে আমরা রাজপথে থাকব।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবকরা যখন আত্মশুদ্ধি ও আল্লাহর পথে সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়, তখন তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। তিনি বলেন, এদেরকে লুটেরা, চরিত্রহীনদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকতে হবে।

সংবিধান সংশোধন প্রস্তাবের ওপর আলোকপাত করে পীর সাহেব বলেন, সংবিধানে ৫০৫টি আসন রাখা হয়েছে, তবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন চাই না। নারীদের জন্য নির্দিষ্ট কোনো আসন চাওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, প্রত্যেক নির্বাচনের পিআর পদ্ধতিতে হওয়া উচিত, এক কক্ষ বা দ্বি-কক্ষ যাইহোক।

মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি, তার বক্তৃতায় বলেন, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির নির্বাচন হলে দেশের যুব সমাজ ঐক্যবদ্ধ থাকবে এবং কোনোভাবেই দূর্নীতিবাজ, চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি নেতা নুরুল ইসলাম নয়ন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুফতী রেজাউল করীম আবরার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং আরো অনেকে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়, যার সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান মুজাহিদ, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মারুফ শেখ, এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মুফতী মানসুর আহমদ সাকী নির্বাচিত হয়েছেন।
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত