Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

বানিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে : যাত্রাবাড়ীর সমাবেশে ডাঃ ইরান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

সরকার পতিত আওয়ামী রেজিমের পাচারকৃত অর্থ ফেরত ও লুটেরাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে ব্যার্থ হয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ক্ষমতায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চাল ডাল তেলসহ নিত্য পন্যের মুল্য নিয়ন্ত্রণে ব্যার্থ হয়েছে। গ্যাস সংকটে নাজেহাল জনগনকে আলোর মুখ না দেখিয়ে উল্টো গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা করছে। বানিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন দ্বায়িত্ব গ্রহনের শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মুল্যবৃদ্ধি করে সাধারন মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাটে সহযোগিতা করেছেন।

তিনি আজ (শুক্রবার) শহীদ জিয়া পার্কের সামনে যাত্রাবাড়ী থানা লেবার পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান বলেন, ছাত্রজনতার গনঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য এখনও কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ  করছে ।দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধবিত্ত শ্রেণি সর্বহারা শ্রেণিতে পরিনত হয়েছে। একদিকে কৃষক ন্যায্য মুল্য না পাওয়ায় উৎপাদিত ফসল ক্ষেতে খামারে ধ্বংস করতে বাধ্য হচ্ছে আবার ভোক্তারা মধ্যসত্ব ভোগীদের কারনে চড়াদামে কিনতে বাধ্য হচ্ছে। সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।  তাই লুটপাট অর্থপাচারকারী ও সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। 

এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে ও লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোক েট আমিনুল ইসলাম রাজু, এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান,  মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, মহানগর লেবার পার্টির সহ সভাপতি মোঃ মাসুদ আলম পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক আকন্দ, মহানগর সদস্য ডাঃ ইউসুফ উল্ল্যাহ পাটোয়ারী, ছাত্র মিশন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, ডেমরা থানা সভাপতি ইমরান হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ রাজু বেপারি প্রমুখ। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত