Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

"শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি, তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন"

এস এম ইউসুফ আলী, ফেনী

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি-এস এম ইউসুফ আলী

গণঅভ্যুত্থানের মাধ্যমে আমদের দেশ ও জাতি চরম ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। আল্লাহ তায়ালা ছাড় দেন,তবে ছেড়ে দেন না।এর প্রমান আল্লাহ ফেরাউন নমরুদসহ সকল স্বেরাচারের পতন ঘটিয়েছেন। 

জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিকদলগুলো শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলেন, কিন্তু তারা "আমি আর ডামি নির্বাচন এবং সীমাহীন দুর্নীতি-লুটপাট ও গুম খুনসহ নানা  অপকর্মের কারণে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। 

শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি, তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। মেজর জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেন। 
জামায়াতে ইসলামী এদেশে সৎ নেতৃত্ব ও আল্লাহর আইন কায়েম করতে চায়। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে জাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রত্যেক নাগরিকের পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করতে সৎ ও  দেশ প্রেমিক লোকের শাসন প্রতিষ্ঠা করার আহবান জানান তিনি।

জেলার দাগনভূঞা উপজেলায় দলটির জায়লস্কর ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন,সব দফার দিন শেষ, একদফার বাংলাদেশ।জামায়াতে ইসলামী বাংলাদেশ।আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন,আপনার ইউনিয়নের একটি ঘরও যাতে জামায়াতে ইসলামীর দাওয়াতের বাহিরে না থাকে।কারণ একটি লোকও যদি দাওয়াত না পেয়ে থাকে 
তাহলে রোজ হাশরের দিন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন তিনি দাওয়াত পাননি।এরজন্যে আমি, আপনি, আপনারা সবাই আল্লাহর নিকট জবাব দিতে হবে।

অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া বলেন, ভা রত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত রয়েছে।  সবাই ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র মোকাবিলা করে সুন্দর সমৃদ্ধশালী ও কল্যাণময় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।এছাড়া আমরা ভারতকে পরিস্কার করে বলে দিতে চাই,আমরা খাঁনজাহান আলীর বংশধর। আমাদেরকে ভয় দেখাবেননা।

স্থানীয় সিলোনীয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মাওলানা মুফতি  আবদুল হান্নান। 

বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ডা.ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ,দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ফেনী জেলা সভাপতি মো.ইমাম হোসাইন। 

স্থানীয় জায়লস্কর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইফুলামের সভাপতিত্বে ও সেক্রেটারী ফখরুল ইসলাম মামুনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, সহকারী সেক্রেটারী মাওলানা হাবীবুর রহমান, দাগনভূঞা উপজেলা আইবিভিব্লিওএফের সভাপতি মাওলানা মোশারফ হোসেন প্রমূখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত