Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

মঙ্গল গ্রহে ইন্টারনেট সংযোগ দেবেন ইলন মাস্ক

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

লাল গ্রহ মঙ্গলে ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করার দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। স্টারলিঙ্ক যেমন আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশে ইন্টারনেট পরিষেবা দেয়, মঙ্গলগ্রহে তেমনই পরিকাঠামো তৈরি করতে চান ইলন মাস্ক এবং তার কোম্পানি স্পেসএক্স।

ইতিমধ্যে নাসাকে প্রস্তাব দিয়েছেন তিনি। এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘মার্সলিঙ্ক’। সম্প্রতি নাসার ‘মার্স এক্সপ্লোরেশন প্রোগ্রাম অ্যানালাইসিস গ্রুপ’-এর মিটিংয়ে এই সম্পর্কে খুঁটিনাটি পেশ করা হয়। সেখানে ইলন মাস্কের কোম্পানি জানিয়েছে, স্পেসএক্স মঙ্গলের কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে ডেটা বিনিময়ের জন্য সিস্টেম তৈরি করবে।

বর্তমানে স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে ১০২টিরও বেশি দেশে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। একদম একইরকম নেটওয়ার্ক মঙ্গল গ্রহে তৈরি করতে চান মাস্ক। মার্সলিঙ্ক তৈরি হলে শুধু মঙ্গলের যোগাযোগব্যবস্থা উন্নত হবে তাই নয়, মঙ্গল ও পৃথিবীর মধ্যে যোগাযোগও সহজ হয়ে যাবে। মঙ্গল গ্রহসম্পর্কিত গবেষণার কাজে নাসারও সুরাহা হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত