Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই, বললেন জামায়াত আমির

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বললেন, দেশের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় মাগুরায় জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে পথসভায় এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে বসবাস করছি।

জামায়াতের আমির আরও বলেন, আপনারা সবাই ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালোবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য, সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন।

পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য রাখেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত