প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞায় হাজী আব্দুর রব-রুছিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী।
দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম কমলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইয়াছিন হিরন ভূঞা, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা লাইলী, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ডা. মাঈন উদ্দিন, তরুন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল মারুফ, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আব্দুল হালিম, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।