Wednesday, 22 January, 2025
Logo

গজারিয়া ফ্রেন্ডস ইউনিটি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

দাগনভূঞা সংবাদদাতা

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া বাজার ফেন্ডস ইউনিটি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।

জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর সভাপতিত্বে ও দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মিরাজ উদ্দিন শাহীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হক,কামরুজ্জামান সুমন,সহ সাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল

উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করেছে কোমল সংসদ মমতাজ দীঘির পাড় বনাম ওকেএসপি ওমরাবাদ৷ 

খেলায় প্রথম দুটি ম্যাচ ড্র  এবং  দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ কোমল সংসদ মমতাজ মিয়ার দিঘির পাড় জিতে  চ্যাম্পিয়ন ট্রপিসহ প্রাইজ মানি লাভ করেন।

এসময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু,ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন,দাগনভূঞা উপজেলা ছাত্র দলের সভাপতি একেএম সাইমুন হক রাজিব, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান জুয়েল প্রমূখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত