Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণরা জাগ্রত থাকবে: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে  তরুণরা জাগ্রত ছিল, জাগ্রত থাকবে। তরুণদের বাদ দিয়ে কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তা মেনে নেবে না। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে যে মিডিয়া কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জুলাই ঘোষণাপত্রে দাবিতে পথসভায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগিরক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুত্রপাত্র সামান্তা শারমিন, নারায়ণগঞ্জের সংগঠক ফারহানা মুনা, নীরব রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারের কর্মসূচি শেষ করে গণসংযোগ এবং পথসভার গাড়িবহর আদমজী সড়ক ধরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে গিয়ে থামে। সেখানে নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে লিফলেট বিতরণ করেন। পরে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে।

পথসভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদের পুর্নবাসন করার চেষ্টা করবে আমরা ধরে নেবো গত ১৬ বছর আওয়ামী লীগ জাহিলিয়াতের রাজনীতি করেছে। তাতে তাদের সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, বিগত দিনে দুর্বৃত্তায়ন, প্রতিহিংসার রাজনীতি তরুণ সমাজকে আশাহত করেছে, তরুণ সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে ওই কারণে তরুণ সমাজ রাস্তায় নেমেছে।
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত