Wednesday, 22 January, 2025
Logo

বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখ পত্নী গৌরী!

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করেছেন তারা। বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা। তাদের সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনো ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ।

কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ান খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী?

শাহরুখ ও গৌরীর তিন সন্তান। আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা ২০০০ ও আব্রাম ২০১৩ সালে জন্মেছে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তাদের। মান্নাতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ জানান যে তিনি তার সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়।

১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাতকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। গৌরী এক সাক্ষাতকারে আরো জানান, তিনি ও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের ৩৩ বছর কেটে গেলেও এখনও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন ্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি AI দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত