প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীতে চেক প্রতারনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতা দলিল আহমদ দুলাল কে রবিবার রাতে গ্রেফতার করেছে র্যাব ফেনী ক্যাম্পের সদস্যরা।
২০২২ সালের ৩ জুলাই মার্কেন্টাইল ব্যাংক কোরাইশমুন্সি বাজার শাখার ব্যবস্থাপক শফিকুর রহমান বাদী হয়ে ফেনীর আদালতে উক্ত মামলা দায়ের করেছিলেন।
মামলার বাদী শফিকুর রহমান জানান, দলিল আহমদ দুলাল ভূঁইয়া আমাদের শাখা থেকে ৪২ লক্ষ ২ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। যার মামলা নং- সিআর-২০০/২২।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনীর জহিরিয়া মসজিদ এলাকা থেকে র্যাবের একটি আভিযানিক দল রবিবার (১২ জানুয়ারি) রাতে দলিল আহম্মদ দুলাল ভূঁইয়া (৫৫) কে আটক করে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক শেখ মোহাম্মদ সেলিম নয়াকাল কে জানান, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উক্ত আসামী কে দাগনভূঁইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।