প্রকাশিত: / বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে চলমান দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪-এ পৌঁছেছে। দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালালেও আবহাওয়া পরিস্থিতি পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড শুষ্ক বাতাস মঙ্গলবার থেকে আরও তীব্র হতে পারে, যার গতি ঘণ্টায় ৯৬ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এতে চলমান দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
লস এঞ্জেলসের পালিসেইডস, ইটন ও হার্স্ট এলাকায় সবচেয়ে বড় দাবানলের ঘটনা ঘটেছে। পালিসেইডসে প্রায় ২৩ হাজার একর, ইটনে ১৪ হাজার একর এবং হার্স্টে ৭৯৯ একর এলাকা পুড়ে গেছে। হার্স্টের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বাকি এলাকায় এখনো ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ ইটনে এবং ৮ জনের মরদেহ পালিসেইডস এলাকায় উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাসাডেনার দমকল বিভাগের প্রধান চাদ অগাস্টিন সতর্ক করে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা আবারো বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছি। মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে। এতে আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।’
লস এঞ্জেলস ফায়ার বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখতে বলেছেন। ইভাকুয়েশন জোনে থাকা বাসিন্দাদের কর্মীদের কাজে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত এক লাখ ৫ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ৮৭ হাজার মানুষকে সরে যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যেই লুটপাটের দায়ে ২৯ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে দুজন দমকল কর্মীর ছদ্মবেশে চুরি করছিল।
লস এঞ্জেলস ও আশেপাশে বর্তমানে ১৪ হাজার দমকল কর্মী কাজ করছেন। তাদের সহায়তায় ৮৪টি এয়ারক্রাফট এবং ১,৩৫৪টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই দাবানল নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। গভর্নর নিউসন দাবানল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানালেও ট্রাম্প দাবানলের জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছেন।
এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হলেও প্রচণ্ড বাতাসের কারণে পরিস্থিতি যেকোনো সময় আরও খারাপ হতে পারে। বাসিন্দাদের দ্রুত পদক্ষেপ নিতে এবং সতর্ক থাকতে বারবার আহ্বান জানানো হয়েছে।