প্রকাশিত: / বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ রায় প্রদান করেন।
দণ্ডিতরা হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মো. সোলেমানের ছেলে মো. অলিউর (২১) ও একই উপজেলার মিন্নাত আলীর ছেলে মো. মাইনুল (৩২)।
জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবু তাহের সঙ্গীয় টিমের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন রবিবার ফেনী শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় ব্রাহ্মণ পুকুর পাড় সংলগ্ন স্থান থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ মো. মাইনুল ও মো. অলিউরকে আটক করা হয়। আটককৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ১০ দিন করে কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করেন।
আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।