Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফেনীতে ২ মাদকসেবীর কারাদণ্ড


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিনিধিঃ

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ রায় প্রদান করেন। 

দণ্ডিতরা হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মো. সোলেমানের ছেলে মো. অলিউর (২১) ও একই উপজেলার মিন্নাত আলীর ছেলে মো. মাইনুল (৩২)। 

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবু তাহের সঙ্গীয় টিমের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন রবিবার ফেনী শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় ব্রাহ্মণ পুকুর পাড় সংলগ্ন স্থান থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ মো. মাইনুল ও মো. অলিউরকে আটক করা হয়। আটককৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ১০ দিন করে কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করেন।

আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত