প্রকাশিত: / বার পড়া হয়েছে
নয়াকাল স্পোর্টসঃ
স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। রবিবার রাতের এল ক্লাসিকোয় তাঁরা হারিয়ে দিলেন রিয়াল মাদ্রিদকে। ৫-২ গোলে কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে জিতল ১০ জনের বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে দীর্ঘক্ষণ বার্সাকে খেলতে হয়েছিল ১০ জনে। তবু তাঁদের জয় অবশ্য আটকালো না। তারকাখচিত রিয়ালকে আসল সময়ই টেক্কা দিল বার্সা।
সৌদি আরবের মাটিতে হ্যান্স ফ্লিকের কোচিংয়ে এই প্রথম কোনও ট্রফির স্বাদ পেল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ চেয়েছিল অক্টোবর মাসে লা লিগায় ৪ গোলে হারের জ্বালা জুড়াতে, কিন্তু তাঁরা হেরে বসল বড় ব্যবধানে। এমবাপে গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু বার্সেলোনাকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।
এরপর খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেওনডোস্কি। এরপর রাফিনহা জোড়া গোল করে ব্যবধান আরও বাড়িয়ে ফেলেন। আলেজান্দ্রো বাদেও একটি গোল করেন। আর তাতেই কার্যত দিশেহারা হয়ে যায় মাদ্রিদের দলটি। রদ্রিগো একটি গোল করে ব্যবধান কমালেও ম্যাচে রিয়াল ফিরে আসতে পারেনি।
সুত্র- রয়টার্স