Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

‘২০২৫ সাল জামায়াতের জন্য টার্নিং পয়েন্ট’


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

নিজস্ব প্রতিনিধিঃ

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, ‘হাজার হাজার জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়েছি। দেশের জন্য ২০২৫ সাল একটি টার্নিং পয়েন্ট, তেমনি জামায়াতে ইসলামীর জন্যও বছরটা একটি টার্নিং পয়েন্ট।’

রোববার (১২ জানুয়ারি) বিকেলে ফেনী শহর শাখার ১২নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখনো ফ্যাসিবাদের দোসররা দেশের সর্বত্র জেঁকে বসে আছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। পতিত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকার বিগত তিনটি নির্বাচনে জনগণের সাথে তামাশা করেছে। বাংলাদেশের মানুষ এরকম তামাশা আর কাউকে করতে দেবে না।’

সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমির মাওলানা দেলাওয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন, সেক্রেটারি অধ্যাপক হাসান আহমদ। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান প্রমুখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত