প্রকাশিত: / বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ
দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ইতি টানার পরেও আবারও একসঙ্গে দেখা দিয়েছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। শুক্রবার রাতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা। তাঁদের আবার একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে শুরু হয়েছে সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন।
গত বছর তাঁদের বিচ্ছেদের খবর আলোচনার কেন্দ্রে ছিল। মালাইকা কখনো এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, অর্জুন অক্টোবরে এক অনুষ্ঠানে নিজেকে সিংগেল ঘোষণা করেছিলেন, যা তাদের বিচ্ছেদের বিষয়কে নিশ্চিত করেছিল।
তবে শুক্রবারের এক অনুষ্ঠানে উপস্থিত হন দুজনেই। যেখানে মালাইকা লাল রঙের চামড়ার পোশাকে এবং অর্জুন কালো প্যান্ট ও টিশার্টে নজর কাড়েন। তবে পুরো অনুষ্ঠানেই তাঁদের একসঙ্গে দেখা যায়নি। তারা আলাদাভাবে আসেন আর সেভাবেই বেরিয়ে যান। তাঁদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের কোনো স্পষ্ট ইঙ্গিতও মেলেনি।
গত বছর জুন মাসে তাদের বিচ্ছেদের খবর প্রথম প্রকাশ্যে আসে। তবে বিচ্ছেদের পরেও তারা সৌজন্যতা বজায় রাখার কথা জানিয়েছিলেন। অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি ভক্তদের নজর কাড়ে, যদিও মালাইকার বাবার মৃত্যুর পর দুঃসময়ে অর্জুন তার পাশে ছিলেন।
এই ঘটনার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়ল। তবে এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না।