প্রকাশিত: / বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের বুধবার (১৫ জানুয়ারি) জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন।
এর আগে সর্বশেষ ওভাল অফিস থেকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাইডেন।
শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েকদিন আগে বুধবার পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায় (বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০১০০) এই ভাষণ অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট বাইডেন তার পররাষ্ট্র নীতি এবং বিশ্বে আমেরিকার অবস্থান সম্পর্কে তার প্রশাসন যে কাজ করেছে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'প্রেসিডেন্ট বাইডেন যখন ক্ষমতায় আসেন তখন আমাদের জোট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, আমরা চীনের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলাম। মার্কিন সেনারা তখনও আমেরিকার দীর্ঘতম যুদ্ধে লিপ্ত ছিল। আমাদের প্রতিপক্ষরা শক্তিশালী হচ্ছিল এবং জাতি ও বিশ্ব একটি বৈশ্বিক মহামারির মধ্যে ছিল।’
তিনি বলেন, ‘প ্রেসিডেন্ট বাইডেন এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। এখন যেহেতু তিনি ক্ষমতা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, আমাদের দেশ অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আমরা আমেরিকান জনগণের জন্য ফলাফল বয়ে এনেছি।’
কর্মকর্তা আরও বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে আমাদের জোট ও অংশীদারিত্বের শক্তি এবং সাফল্য সম্পর্কে আলোচনা করবেন।’
প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দ্বিতীয় দফায় নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ট্রাম্পই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েও দায়িত্ব গ্রহণ করবেন।