Wednesday, 22 January, 2025
Logo

সোনাগাজীতে বিএনপির অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি-মামুন

আল মামুন:

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে  বিএনপির একাংশের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি, বৃহষ্পতিবার বিকালে পৌর শহরের জিরোপয়েন্টে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুর নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল, সিনিয়র সহ সভাপতি ইমাম উদ্দিন ভুঞা,  সাধারণ সম্পাদক সম্পাদক সিরাজ উদ্দিন দুলাল।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় দলের সভাপতি হোসেন আহম্মদ, উপজেলা যুবদলের সাবেক জসিম উদ্দিন লন্ডনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির,  জেলা ছাত্রদলের সহ সভাপতি হাসান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক রিংকু প্রমূখ।

বক্তারা বলেন,  সোনাগাজী উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটি ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।  একটি অসাংগঠনিক ও অগণতান্ত্রিক পকেট কমিটি দিয়ে এই ঐক্য বিনষ্ট করার পায়তারা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নবগঠিত এই কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। 

এসময় উপজেলার সকল ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত