প্রকাশিত: / বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন না। তাদের এ সংক্রান্ত অনুমতির প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অনুমতি বাতিলের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে গত ৩০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ওই প্রজ্ঞাপনটি আজ (রোববার) বাতিল করা হলো।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওইদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। মূলত এরপর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।
এরমধ্যে বাংলাদেশের ৫০ জন বিচারক প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন, এই সংবাদ প্রকাশিত হওয়ার পর তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো আইন মন্ত্রণালয়।