প্রকাশিত: / বার পড়া হয়েছে
স্পোর্টস :
দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ২ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা।
কেপটাউনে ফলো অনে পড়ে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ২১৩ রান করেছিল পাকিস্তান। ৯ উইকেট হাতে নিয়ে ২০৮ রানে পিছিয়ে ছিল তারা।
শান মাসুদ ১০২ ও খুররাম শাহজাদ ৮ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নেমে নিজেদের ইনিংস বড় করতে পারেনি। মাসুদ ১৪৫ ও শাহজাদ ১৮ রানে আউট হন।
উইকেটে সেট হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটাররা। কামরান গুলাম ২৮, সৌদ শাকিল ২৩, মোহাম্মদ রিজওয়ান ৪১ ও সালমান আঘা ৪৮ রানে আউট হন।
শেষ দিকে আমের জামালের ৩৪ ও মির হামজার ১৬ রানের সুবাদে ইনিংস হার এড়ায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রানে অলআউট হয় তারা। এতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ৫৮ রানের মামুলি টার্গেট দেয় পাকিস্তান। ৩টি করে উইকেট নিয়েছেন পেসার কাগিসো রাবাদা ও স্পিনার কেশব মহারাজ।
জবাবে ৫৮ রানের সহজ টার্গেট ৪৩ বল খেলেই স্পর্শ করে ফেলে দক্ষিণ আফ্রিকা। ওপেনার ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৪ এবং আইডেন মার্করাম ১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।
সিরিজের প্রথম ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন লর্ডসে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোম ুখি হবে প্রোটিয়ারা।