Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

স্পোর্টস :

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ২ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। 

কেপটাউনে ফলো অনে পড়ে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ২১৩ রান করেছিল পাকিস্তান। ৯ উইকেট হাতে নিয়ে ২০৮ রানে পিছিয়ে ছিল তারা।

শান মাসুদ ১০২ ও খুররাম শাহজাদ ৮ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নেমে নিজেদের ইনিংস বড় করতে পারেনি। মাসুদ ১৪৫ ও শাহজাদ ১৮ রানে আউট হন।

উইকেটে সেট হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটাররা। কামরান গুলাম ২৮, সৌদ শাকিল ২৩, মোহাম্মদ রিজওয়ান ৪১ ও সালমান আঘা ৪৮ রানে আউট হন।

শেষ দিকে আমের জামালের ৩৪ ও মির হামজার ১৬ রানের সুবাদে ইনিংস হার এড়ায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রানে অলআউট হয় তারা। এতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ৫৮ রানের মামুলি টার্গেট দেয় পাকিস্তান। ৩টি করে উইকেট নিয়েছেন পেসার কাগিসো রাবাদা ও স্পিনার কেশব মহারাজ। 

জবাবে ৫৮ রানের সহজ টার্গেট ৪৩ বল খেলেই স্পর্শ করে ফেলে দক্ষিণ আফ্রিকা। ওপেনার ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৪ এবং আইডেন মার্করাম ১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

সিরিজের প্রথম ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন লর্ডসে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোম ুখি হবে প্রোটিয়ারা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত