প্রকাশিত: / বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ওই দুই পর্যটক সুইস ও ডেনিশ নাগরিক।
বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি ব্যক্তিগত মালিকানাধীন সেসনা ২০৮ ক্যারাভান ৬৭৫ সি-প্লেন উড্ডয়ন করার সময় ফিলিপ রক নামক একটি ছোট লেইমস্টোন পাথরে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিমানটি বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে। প্লেনটিতে মোট সাতজন আরোহী ছিল। বেঁচে থাকা অন্য তিন পর্যটক আহত হয়েছেন।
এই ঘটনা মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ঘটে। সিভিল এভিয়েশন সেফটি অথরিটি বুধবার জানিয়েছে যে, অপারেটর সুয়ান রিভার সি-প্লেনস দুর্ঘটনার পর সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। প্রত্যেকের জন্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন।’
প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।