প্রকাশিত: / বার পড়া হয়েছে
ঘোর আঁধারে আলোর প্রদীপ ইসলাম। ইসলাম মানুষকে সুষ্ঠু রীতি-নীতিতে বাঁচতে শেখায়। সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক— সামগ্রিক পরিসরে মানবজীবনের যাবতীয় সমস্যার সমাধানে একমাত্র ইসলাম ধর্মেরই রয়েছে সুবিশাল আয়োজন।
কিন্তু অনেকে মনে করেন রাষ্ট্র থেকে ধর্ম (ইসলাম) আলাদা জিনিস। তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় ধর্মের প্রয়োজন নেই— যারা এমনটা বলেন তাদের ঈমান থাকবে না বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার।
রোববার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টের মাধ্যমে এই ফতওয়া জানান তিনি।
আবরার বলেন, কোনো মুসলামন যদি মনে করে সংসদ, রাজনীতি বিচার কাজ— অর্থাৎ রাষ্ট্রের কোনো কাজে ধর্মের প্রয়োজন নেই, তবে ওই ব্যক্তির ঈমান থাকবে না।
তিনি বলেন, ‘প্রখ্যাত ফক্বিহ আল্লামা জাহিদ কাওসারি (রাহি.) আজ থেকে ৮০ বছর আগে এ বিষয়ে ফতওয়া প্রদান করেছেন। তিনি তার ‘মাক্বালাতুল কাওসারি’ গ্রন্থে লিখেছেন, কোনো মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে যে, ধর্ম শুধু ঘরের জন্য এসেছে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম লাগবে না—তবে তার ঈমান চলে যাবে, সে মুরতাদ হয়ে যাবে।’
নতুন বাংলাদেশের সংসদে ইসলামকে দেখতে চান জানিয়ে দেশসেরা এই মুফতি আরও বলেন, ‘সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি, ডাবল ক্রেসির বাংলাদেশ দেখেছি, সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গেছে&mda sh; পঁচিশ সালের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইন শা আল্লাহ।