Wednesday, 22 January, 2025
Logo

সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

ঢাকা প্রতিনিধিঃ

সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশের কোনো সদস্য যেন আর সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করে, সে জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

সোমবার (৬ জানুয়ারি) ঢাকার মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আয়নাঘর বলতে কোনোকিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। এও বলা হয়েছে যে, এরা (ডিবি পুলিশ) সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্ট করবে না। তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, আইডি কার্ড শো করতে হবে। আইনের বাইরে তারা কোনো কাজ করবে না।’

Share

আরো খবর


সর্বাধিক পঠিত