Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

জন্মদিনে ডেকে মাদ্রাসা ছাত্রীকে ‘মদ খাইয়ে ধর্ষণ’


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

অপরাধ ডেস্কঃ

মুন্সীগঞ্জে জন্মদিন উদযাপনের কথা বলে ডেকে নিয়ে মদ খাইয়ে ধর্ষণের পর এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দুদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেও ময়নাতদন্তের পর শনিবার মেয়েটির লাশ বাড়ি নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে এদিন বিকাল ৪টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে থেকে ফয়েজ নামে ২৫ বছর বয়সি এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সহপাঠী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম, ফয়েজের সঙ্গে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির ছাত্রীটির প্রেমের সম্পর্ক ছিল। ফয়েজ ৩১ ডিসেম্বর তার ভুয়া জন্মদিনে ছাত্রীটি ও তার এক বান্ধবীকে দাওয়াত দিয়ে শহরের চর কিশোরগঞ্জে তার বাড়ি নিয়ে যান। পরদিন বুধবার দুপুরে মনিকা নামের ওই বান্ধবী অজ্ঞান অবস্থায় মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয়।

চেতনা না ফেরায় বৃহস্পতিবার সকালে মেয়েটিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন স্বজনরা। ওইদিন সন্ধ্যার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর কিছুক্ষণ পরেই মেয়েটি মারা যায়। ময়নাতদন্ত করে লাশ মুন্সীগঞ্জে আসতে দুই দিন পর।

নিহতের মা বলেন, আমার মেয়েকে মদের সঙ্গে অন্য কিছু মিশিয়ে খাইয়ে ফয়েজের বাড়িতে রেখে ধর্ষণ করেছে। ফয়েজ আমার মেয়েকে মদ খাইয়ে সারারাত ধর্ষণ করে পরদিন অজ্ঞান অবস্থায় বান্ধবীদের দিয়ে বাড়ি পাঠায়।

সহপাঠী মনিকা বলে, ৩১ ডিসেম্বর রাতে মেয়েটিকে কৌশলে তার বাড়ি নিযে যায় ফয়েজ। সেখানে মদ খাইয়ে সারারাত ধর্ষণ করে। পরদিন খবর দিয়ে ফয়েজ আ মাকে বাড়িতে ডেকে নিয়ে বান্ধবীকে তার বাড়িতে পাঠায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফয়েজ ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলেন ওসি জানান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত