Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভূঞার বিশিষ্ট আলেম হাফেজ রুহুল আমিন এর দাফন সম্পূর্ণ


প্রকাশিত: / বার পড়া হয়েছে


জানাজার ছবি

মিজানুর রহমান: 

ফেনীর দাগনভূঞার দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক, বহু হাফেজ-আলেমের শিক্ষক হাফেজ রুহুল আমীন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৫ জানুয়ারি’২৫) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার বাদ আছর দাগনভূঞা আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নি‌র্বি‌শে‌ষে বি‌ভিন্ন শ্রেণি‌পেশার ক‌য়েক হাজার মানুষ অংশ নি‌য়ে‌ছেন। 

মৃত্যুকালে হাফেজ রুহুল আমীন ছয় ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের স্ত্রী হাফেজ শিরিন আক্তার ২০১৭ সালে ইন্তেকাল করেন।

কোরআনের হাফেজ তৈরিতে নিবেদিত প্রাণ হিসেবে হাফেজ রুহুল আমীনের নাম এলাকায় ব্যাপক সমাদৃত। তি‌নি প্রায় ৪০ বছর ধ‌রে দাগনভূঞার ক‌রিমপ‌ু‌রে লাল মস‌জি‌দের খ‌তিব হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। তার হাতে তৈরি বহু কোরআনের হাফেজ ইসলাম ধর্মের প্রচার-প্রসারে দেশ বি‌দে‌শে কাজ করছেন।

উল্লেখ যে,  হাফেজ রুহুল আমীন তার জীবদ্দশায় ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখেছেন। বহু ছাত্র তার তত্ত্বাবধানে হাফেজ ও আলেম হয়ে দেশ-বিদেশে ইসলামিক শিক্ষার আলো ছড়িয়েছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত