Wednesday, 22 January, 2025
Logo

আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান ‘মদিনা সনদ’ : জামায়াত আমির


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান ‘মদিনা সনদ’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘আল্লাহর সংবিধান ‘মদিনা সনদ’ সবাইকে সমঅধিকার দিয়েছে। আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে ‘মদিনা সনদ’। মদিনা সনদের এক থেকে পাঁচ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি ধারায় মানুষের অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকার বিভক্ত করা যাবে না।’

ইসলাম ধর্মে কারোর ওপর জুলুম চালানোর সুযোগ নেই উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সব ধর্মের নাগরিক নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। বাইরে থেকে যদি আক্রমণ করা হয় মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা। আমরা সেই বাংলাদেশ চাই।’

ডা. শফিক বলেন, ‘ক্ষমতায় এলে আমরা এমন একটা জাতি গড়ব; তখন ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে কোথাও চাকরির জন্য যাবে না। যেভাবে ১৭৫৭ সালের আগে বিশ্বের মানুষ এদেশে আসত চাকরির জন্য। এই দেশ আবার পুরনো গৌরব ফিরে পাবে। আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই।’

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার এবং পৌর আমির মো. এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত