Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

৭ মিনিটে চুরি হয় ১৫৯ ভরি সোনা


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ঢাকা প্রতিনিধিঃ

রাজধানীর সীমান্ত স্কয়ার মার্কেটে সোনার দোকানে চুরির ঘটনায় মামলা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন দোকান মালিক কাজী আকাশ। এর আগে শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটে।

দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সাত মিনিট ২৫ সেকেন্ডের ব্যবধানে ওই ঘটনা ঘটায় চোরচক্রের সদস্যরা। এ সময় চুরি হওয়া সোনার পরিমাণ প্রায় ১৫৯ ভরি। 

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, দুপুর ১টা ১ মিনিটের দিকে নয়জন দোকানের সামনে যায়। এর সাত মিনিট পর ব্যাগে ভরে সোনা নিয়ে বেরিয়ে যায় তারা। তাদের দুজন বাদে সবার মুখেই ছিল মাস্ক। চুরির সঙ্গে মার্কেটটির ভেতরের কেউ জড়িত রয়েছে কি না, তার তদন্ত চলছে। 

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, চুরির ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত স্কয়ারে সোনা ও ডায়মন্ডের তিনটি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানটি নিচতলায়। এর আশপাশে কাপড় ও প্রসাধনীর দোকান। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম ছিল। ক্রেতার বেশে চোরচক্রের সদস্যরা বিপণিবিতানে ঢোকে। 

দোকানের মালিক কাজী আকাশ বলেন, দোকানের শাটারে একটি তালা লাগিয়ে নামাজ পড়তে গিয়েছিলেন বিক্রয়কর্মীরা। তখন শাটারের ওই তালা কেটে ভেতরে ঢুকে দোকানে সাজানো সব সোনা চুরি করে চ োর চক্রের সদস্যরা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত