Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

বন্যা পরবর্তী পূনর্বাসনে দাগনভূঞা জামায়াতের নগদ অর্থ প্রদান


প্রকাশিত: / বার পড়া হয়েছে


এম এম রহমান সোহেল:

বন্যা পরবর্তী পূনর্বাসন কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা ও পৌরসভার আয়োজনে এবং পিওসিএল এর সহযোগিতায় বন্যা পরবর্তী পূণর্বাসনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

১ ডিসেম্বর রবিবার, বিকালে দাগনভূঞা স্টার রেডিসন রেস্টুরেন্টে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান। দাগনভূঞা পৌর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, ফেনী জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমীর গাজী ছালেহ উদ্দীন, সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহাম্মদ, পৌরসভার আমীর মাওলানা কামরুল আহসান।

অনুষ্ঠানে উপজেলার মোট ১২৫ পরিবারকে নগদ দশ হাজার টাকা করে বিতরণ করা হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত