Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ইতালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিত


প্রকাশিত: / বার পড়া হয়েছে


মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ইতালি:

ইতালির প্রথম রাজধানী তরিনো সিটিতে গত ২৫ নভেম্বর ২০২৪ রোজ সোমবার অত্যন্ত জাকজমক ও আড়ম্বরপূর্ন ভাবে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়।

স্থানীয় তরিনো সেন্ট্রো স্টেশনের নিকটবর্তী সুবিশাল হলরুমে কানায় কানায় পরিপূর্ণ প্রায় ২ হাজার লোকের উপস্থিতিতে স্মরণকালের সর্ববৃহৎ বাঙালি কমিউনিটির মিলনমেলায় পরিনত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ এর উপস্থাপনায়, সেলিম মিয়ার সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

ইতালি তরিনো শহরের সকল বাংলাদেশী সহ উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাসার মাতুব্বর সহ সাংগঠনিক সম্পাদক মিলন শেখ, ইমরান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি সুমন বেপারী, সহ-সভাপতি আজিজুল ফকির, আজাদুল ইসলাম , আনোয়ার হোসেন, লিটন মুন্সী কালাম শেখ, জাহিদুর ইসলাম, মুরাদ হোসেন, বায়েজিদ খান,শহিদ মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক ইউছুফ মাতুব্বর, সাহিন মাতুব্বর, মিজান মিয়া, মারুফ খান, সরোয়ার মৃধা, সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক বেল্লাল হোসেন , দপ্তর সম্পাদক কবির আকন,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক উজ্জ্বল মাতুব্বর, শ্রম বিষয়ক সম্পাদক রুবেল খান,ধর্ম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন খান , আইন বিষয়ক সম্পাদক বাসার মৃধা সহ মাদারীপুর জেলা তরিনো কার্যকরী সমিতির সকল নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব শ হিদুল ইসলাম মুজাফফর।
উপদেষ্টা জনাব গাজী সালাম, জনাব মোহাম্মদ কামরুল মোল্লা, জনাব আলমগীর হোসেন,জনাব সানোয়ার হোসেন, জনাব ঠান্ডু হাওলাদার, জনাব ছওার গাজী, জনাব মোহাম্মদ আকন, জনাব রহমান বেপারি ।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব শেখ মোহাম্মদ আশরাফ হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন তরিনো বাংলাদেশ কমিউনিটির আওয়ামী লীগ শাখা ও বিএনপির শাখার নেতৃবৃন্দ সহ শরীয়তপুর সমিতি তোরিনো, বৃহত্তর ঢাকা সমিতি তোরিনো , ঢাকা জেলা সমিতি তোরিনো, বৃহত্তর কুমিল্লা সমিতি তোরিনো, কুমিল্লা জেলা সমিতি তোরিনো, বাম্ননবাড়ীয়া জেলা সমিতি তোরিনো, বাম্মণবাড়ীয়া এসোসিয়েশন তোরিনো, সিলেট বিভাগ ঐক্য পরিষদ, নোয়াখালী জেলা সমিতি তোরিনো ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনায় তরিনোতে দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, ধর্মীয়, শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম তুলে ধরেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লাকী আক্তার ও শেখ মোহাম্মদ আশরাফ হোসেন এর উপস্থাপনায় ইতালির বিভিন্ন শহরে থেকে আগত জনপ্রিয় শিল্পী ও নৃত্য শিল্পীদের নিয়ে সেরা মিউজিক শো’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরে সমিতির পক্ষ থেকে সুন্দর আয়োজনের জন্য  উদ্দোক্তাদেরকে ধন্যবাদ জানান এবং গঠনতান্ত্রিকভাবে নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ হাওলাদারকে মাদারীপুর ও তোরিনো কমিনিউটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে সংগঠনে আগামীর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।​​​​

Share

আরো খবর


সর্বাধিক পঠিত