Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের নেতৃত্বে শান্ত


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

নয়াকাল স্পোর্টসঃ

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দলও। বৈশ্বিক এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও চ্যাম্পিয়নস ট্রফিতে তার উপরেই ভরসা রাখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, ‘ডিসেম্বর পর্যন্ত অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর মেয়াদ ছিল। যদিও বোর্ড তার অধিনায়কত্বের মেয়াদ বাড়ানোর কথা ভাবছিল, তবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।’

ফারুক আহমেদ বলেন, ‘শান্ত ইনজুরির কারণে সবশেষ সিরিজে দলের বাইরে ছিলেন। আপনারা বলেছেন, ডিসেম্বরে তার অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়েছে। তবে, শান্ত অধিনায়ক হিসেবেই দলে ফিরবেন। আমি মনে করি, এটি না হওয়ার কোনো কারণ নেই। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাকে অধিনায়ক হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে।’

টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে বিসিবি সভাপতি জানান, ‘শান্ত আমাকে বলেছেন, তিনি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চান, তাই আমরা নতুন কাউকে ভাবছি। যেহেতু আমরা টি-টোয়েন্টি খেলব এখনও ছয় মাস পরে, তাই এখন এটা চিন্তার কিছু না।’

এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের অধিনায়ক হলেও তিনি দেশসেরা ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে খেলছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত