Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

পুলিশের ১৮ কর্মকর্তাকে বদলি


প্রকাশিত: / বার পড়া হয়েছে


বাংলাদেশ পুলিশের লোগো

ঢাকা প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পুলিশের আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়।

এর আগের দিন বুধবার (১ জানুয়ারি) পুলিশের ৬৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। গত মঙ্গলবারও (৩১ ডিসেম্বর) সাত কর্মকর্তাকে বদলি করা হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদর দফতর, হাইওয়ে পুলিশ, রেঞ্জ ডিআইজি অফিস, ডিএমপি, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নৌ-পুলিশ, পিবিআই, সিআইডি ও এসবিতে কর্মকর্তাদের বদলি করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়। ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত