Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

আসছে করোনার চেয়ে ৭ গুণ বেশি প্রাণঘাতী রোগ!


প্রকাশিত: / বার পড়া হয়েছে


স্প্যানিস ফ্লু, প্লেগ, করোনার মতো মহামারী কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এইসব মহামারী ঠেকানোর আগেই মৃত্যু হয়েছে লাখ লাখ মানুষের। স্প্যানিস ফ্লুতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছিল ৫ কোটি মানুষের।

এদিকে বিশ্বজুড়ে করোনা কেড়েছে কয়েক লাখ মানুষের প্রাণ। তার পরও নিস্তার নেই। আরও এক মহামারীর আগাম সতর্কতা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় হুঁশিয়ারি, আরও একটি মরণ রোগ পৃথিবীতে হামলা চালাবে। রোগটির নাম এখনও ঠিক হয় হয়নি। অজানা এই রোগের নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স।

এই রোগ সম্পর্কে এখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। ব্যাকটেরিয়া বা ছত্রাক যে কোনো আকারেই এটি আক্রমণ করতে পারে। বিজ্ঞানীরা এখনও বলতে পারছেন না এটি কীভাবে ছড়িয়ে পড়বে, নিরাময়ের উপায় কী হবে।

এরকম এক পরিস্থিতিতে করণীয় একটাই। সেটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখা। কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়-

প্রতিদিন আধঘণ্টা ব্যায়াম, কমপক্ষে হাঁটা। রোদে অন্তত আধঘণ্টা বসতে হবে। ভিটামিন সি যুক্ত খাবার খান। রাতে দুধ খান। মৌসুমী ফল খেতে হবে। বাদাম-আখরোট রাখতে হবে খাবারের তালিকায়।
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত