Wednesday, 22 January, 2025
Logo

গাজা থেকে ৫৫ শিশু ও ক্যান্সার রোগীদের উদ্ধার করল আমিরাত


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গাজা থেকে আরও ৫৫ জন শিশু ও ক্যান্সার আক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের উদ্ধার করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় দেশটির ২৩তম উদ্ধার ফ্লাইটে করে তাদের ইসরায়েলের র‌্যামন বিমানবন্দর থেকে করম আবু সালাম ক্রসিং হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এই উদ্ধার অভিযানে আহত ও অসুস্থ ব্যক্তিদের সঙ্গে তাদের ৭২ জন পরিবারের সদস্যও ছিলেন।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে গাজা থেকে এক হাজার শিশু ও এক হাজার ক্যান্সার রোগীকে উদ্ধার করে চিকিৎসা প্রদানের একটি উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগের আওতায় এ পর্যন্ত আহত, রোগী ও তাদের পরিবারের মোট দুই হাজার ২৫৪ জন সদস্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।

সংযুক্ত আরব আমিরাত গাজার চলমান সংঘাতের সময় গাজাবাসীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। দেশটি দক্ষিণ গাজায় একটি মাঠ হাসপাতাল স্থাপন করেছে যেখানে ২ ডিসেম্বর ২০২৩ থেকে এ পর্যন্ত ৫০ হাজার ৪৮৯ জন রোগী চিকিৎসা পেয়েছেন।

এছাড়াও আল-আরিশ বন্দরে নোঙর করা একটি হাসপাতাল জাহাজে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আট হাজার ৫৯৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া গাজাবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫০ হাজার টন জরুরি ত্রাণ সহায়তাও প্রদান করেছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত