Wednesday, 22 January, 2025
Logo

আতশ বাজির কারণে অগ্নিকাণ্ড, শিশুরাও রক্ষা পেল না


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ঢাকা প্রতিনিধিঃ

রাজধানীতে নববর্ষ উদযাপনকালে আতশবাজির কারণে পৃথক ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে তিনজন শিশু। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ফারহান (৮), তাসিন (৩), সিফান মালিক (১২), সান্তা (৪৫) এবং সুমিত (২০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাওন বিন রহমান জানান, ১৫ শতাংশ দগ্ধ ফারহানকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নববর্ষের রাতেই মিরপুর-১১ এবং ধানমন্ডি এলাকায় দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা ইসলাম জানান, মিরপুর-১১ এ একটি ডাস্টবিনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে জানা যায় আগুন নেভানো হয়েছে। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের কাছে একটি দোকানেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, নববর্ষের আতশবাজি নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন স্থানে আতশবাজি ও পটকা ফুটিয়ে উদযাপন করতে দেখা গেছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত