Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ডিসেম্বরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড: দেশের ইতিহাসে সর্বোচ্চ


প্রকাশিত: / বার পড়া হয়েছে


মার্কিন ডলার

নয়াকাল ডেস্কঃ

বাংলাদেশের প্রবাসী আয়ের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো। গত ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ ২৬৩ কোটি (২.৬৩ বিলিয়ন) মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এক মাসের হিসাবে দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর মাসজুড়ে দৈনিক গড়ে ৮.৫১ কোটি (৮৫.১ মিলিয়ন) ডলার প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এবারের আয় প্রায় ৬৪ কোটি ডলার বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৯৯ কোটি (১.৯৯ বিলিয়ন) ডলার। এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি (২.৫৯ বিলিয়ন) ডলার প্রবাসী আয় এসেছিল, যা ডিসেম্বরের আয়ে ভেঙে গেছে।

ব্যাংকিং চ্যানেলের অবদান

  • বেসরকারি ব্যাংক: ১৭৯ কোটি (১.৭৯ বিলিয়ন) ডলার (সর্বোচ্চ)
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক: ৭২ কোটি (৭২০ মিলিয়ন) ডলার
  • বিশেষায়িত ব্যাংক: ১১.২৭ কোটি (১১২.৭ মিলিয়ন) ডলার
  • বিদেশি ব্যাংকের শাখা: ৭৪ লাখ (৭.৪ মিলিয়ন) ডলার

ডিসেম্বরে সাপ্তাহিক আয়

  • ২৯-৩১ ডিসেম্বর: ২১.৮২ কোটি (২১৮.২ মিলিয়ন) ডলার
  • ২২-২৮ ডিসেম্বর: ৪১.৩৩ কোটি (৪১৩.৩ মিলিয়ন) ডলার
  • ১৫-২১ ডিসেম্বর: ৬২.৫৯ কোটি (৬২৫.৯ মিলিয়ন) ডলার
  • ৮-১৪ ডিসেম্বর: ৭৬.৪৯ কোটি (৭৬৪.৯ মিলিয়ন) ডলার
  • ১-৭ ডিসেম্বর: ৬১.৬৫ কোটি (৬১৬.৫ মিলিয়ন) ডলার

২০২৪ সালে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য তারতম্য দেখা গেছে। ডিসেম্বরের আগে জুন মাসে সর্বোচ্চ ২৫৪ কোটি (২.৫৪ বিলিয়ন) ডলার প্রবাসী আয় এসেছিল। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় কমে ১৯১ কোটি (১.৯১ বিলিয়ন) ডলারে নেমে আসে, যা ছিল দশ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির উন্নতি শুরু হয়। আগস্টে ২২২ কোটি (২.২২ বিলিয়ন), সেপ্টেম্বরে ২৪০ কোটি (২.৪০ বিলিয়ন), অক্টোবরে ২৩৯ কোটি (২.৩৯ বিলিয়ন) এবং নভেম্বরে ২২০ কোটি (২.২০ বিলিয়ন) ডলার প্রবাসী আয় আসে।

ডিসেম্বর মাসে রেকর্ড প্রবাসী আয় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত