প্রকাশিত: / বার পড়া হয়েছে
নয়াকাল ডেস্কঃ
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১ লা জানুয়ারি ২০২৫ দাগনভূঞা (ফেনী) উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি পূর্বক সংক্ষিপ্ত আলোচনায়, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) স. ম. আজহারুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে নিহত শহীদদের স্বরনে সারা বাংলাদেশ ব্যাপী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এর যাত্রা শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় আমরা দাগনভূঞা (ফেনী) তে আগামী ১৯ শে ফেব্রুয়ারী পর্যন্ত বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন, ক্রিড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা কর্যক্রম, পরিবেশ রক্ষা, মেলা, বই মেলা সহ থানা ও ইউনিয়ন পর্যায়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করার উদ্যোগ গ্রহন করেছি।
উক্ত উদ্যেগ কে সফল করতে সকলের অংশীদারীত্ব ও সহযোগিতা কামনা করেন।
উক্ত র্যালিতে আরো উপস্থিত ছিলেন, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, সহকারি কমিশনার ভূমি শহিদুল আলম, দাগনভূঞা উপজেলা সমন্বয়ক ফাহিম সহ সরকারী ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
পরে ব্যান্ড পার্টির তালে র্যালি নিয়ে দাগনভূঞা পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে সরকারী আতার্তুক স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন