Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টিতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ঢাকা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে হৃদয় (২০) নামের এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠে দু’গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে।

ডিজে পার্টি ও কনসার্ট পাশাপাশি হওয়ায় উভয় গ্রুপ কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বউবাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হৃদয়ে কুপিয়ে গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত